Sunday, March 16

মাকড়সার উৎপাতে অতিষ্ঠ? জেনে নিন কী করবেন

মাকড়সার spiderআপনার ঘরে কি মাকড়সার উৎপাত খুব বেড়েছে? বার বার পরিষ্কার করার পরেও ঘরের আনাচে কানাছে ঝুল জমে যাচ্ছে? কিছুতেই বুঝতে পারছেন না, কী করে এই মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়! চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজেই আপনার ঘর থেকে মাকড়সা তাড়ানো সম্ভব।

প্রত্যেক ঘরেই আনাচে কানাচে নানা ধরণের পোকামাকড়ের পাশাপাশি দু’ চারটে মাকড়সাও দেখতে পাওয়া যায়। কিন্তু মাকড়সার সংখ্যা বা তার উপদ্রোব মাত্রা ছাড়ালেই চিন্তা বাড়ে। এমন উপায় আছে, যা কাজে লাগালে মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না। আর এর খরচও সমান্যই! আসুন জেনে নিন তার উপায়…

 

প্রথমে ১ কাপ সাদা ভিনেগারের সঙ্গে ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন।

এ বার ওই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায়, যেখানে মাকড়সা বেশি দেখা যায় বা মাকড়সার ঝুল বেশি জমে। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যার গন্ধ মাকড়সা মোটেই সহ্য করতে পারে না। তাই সাদা ভিনেগার-জলের মিশ্রণ ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিলে মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

ভিনিগারের পরিবর্তে পিপারমেন্ট তেল বা টি ট্রি অয়েল জলের সঙ্গে মিশিয়ে সারা ঘরে ছড়িয়ে দিতে পারলেও ভাল ফল পাওয়া যায়।

তাহলে বাজার চলতি নানা রকম কীট-পতঙ্গনাশক স্প্রে একগাদা দাম দিয়ে না কিনে ব্যবহার করে দেখুন ঘরোয়া এই পদ্ধতি। ফল পাবেন হাতেনাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *