Monday, December 23
Shadow

ছক্কা হাঁকালেন সাকিব-শিশির , দিলেন স্ত্রীকে উপহার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার পত্নী উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবনের ষষ্ঠ বছর পূর্ণ হল গতকাল। ২০১২ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির ।

এর আগে ২০১১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রবাসী শিশিরের সঙ্গে পরিচয় ঘটে তখনকার সাকিবের। তখন সবেমাত্র জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। যদিও তিনই যে জাতীয় দলের অধিনায়ক ও খেলোয়াড় তা জানতেন না শিশির। বিশ্বকাপে অধিনায়ক হওয়ার সুত্রে বিশ্বব্যাপী সাকিব মিডিয়ায় আসেন ব্যাপকভাবে। তখনই সাকিব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন শিশির।

সাকিব-শিশির

এরপর কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথমবারের মতো আলাপ হয় সাকিব-শিশিরের । সেই পরিচয় থেকেই প্রেম এবং বিয়ে। বর্তমানে এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। সাকিব-শিশির কন্যার নাম আলাইনা হাসান অব্রি।

এদিকে, ষষ্ঠ বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ত্রী শিশিরকে সুদৃশ্য সাদা রঙয়ের একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী সাকিবের থেকে বেশ দামী উপহারই পান শিশির। সারপ্রাইজ উপহার পাওয়া গাড়িটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সাকিব পত্নী।

এর আগেও বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি উপহার দেন সাকিব। ২০১৩ সালে বিপিএল ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ায় প্রাপ্ত গাড়িটি স্ত্রীকে উপহার দেন তিনি। সেবার অবশ্য কালো রঙয়ের একটি গাড়ি উপহার পেয়েছিলেন শিশির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!