Thursday, March 28
Shadow

Pulau Ubin from Singapore | Singapore Travel Guide

Pulau Ubin from Singapore
Pulau Ubin from Singapore

Pulau Ubin from Singapore

If you’ve ever wondered what Singapore was like when its founder Sir Stamford Raffles first stepped ashore in 1819, the rustic, leafy island of Pulau Ubin will give you a pretty good idea. Politically, it’s the same country but geographically, it’s a whole other time and world. The island’s highlight is Chek Jawa, a lovely marine sanctuary of rare sea creatures and wildlife. Because the area’s ecosystem is so fragile, visitor numbers are strictly controlled on a first-come, first-served basis; contact the National Parks Board Ubin Information Kiosk (65-6542-4108) for visiting information. From the Tanah Merah MRT station, take a cab to Changi Point Ferry Terminal (Changi Village) and then hitch a 10-minute boat ride out.

 

সিঙ্গাপুর থেকে পুলাউ উবিন
আপনি যদি এমনটা ভেবে অবাক হয়ে যান যে স্যার স্ট্যামফোর্ড র‌্যাফলস যখন ১৮১৯ সালে প্রথমবারের মতো সিঙ্গাপুরের উপকূলে পা রেখেছিলেন তখন দেশটা দেখতে কেমন ছিল, তবে পুলাউ উবিন আপনাকে বেশ ভাল একটা ধারণা দিতে পারবে। রাজনৈতিকভাবে, দুটোই একই দেশের অধীনে। তবে ভৌগলিকভাবে এটা পুরোপুরি আলাদা একটা সময় ও জগৎ। দ্বীপটির অন্যতম নিদর্শন হলো চেক জাওয়া- দুষ্প্রাপ্য সামুদ্রিক প্রাণী ও বুনো জীবজন্তুর একটি দারুণ অভয়াশ্রম। এই এলাকার বাস্তুসংস্থান বেশ স্পর্শকাতর, আর তাই এখানকার দর্শনার্থীদের সংখ্যা বেশ কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হয়। আগে আসলে আগে সেবা পাবেন ভিত্তিতে এখানে সেবা দেওয়া হয়। এখানে বেড়াতে আসার তথ্যের জন্য যোগাযোগ করুন ন্যাশনাল পার্কস বোর্ড উবিনের ইনফরমেশন কিয়স্কে (৬৫-৬৫৪২-৪১০৮)। তানাহ মেরাহ এমআরটি স্টেশন থেকে একটি ক্যাব নিয়ে চলে যান চ্যাংগি পয়েন্ট ফেরি টার্মিনালে (চ্যাংগি ভিলেজ)। তারপর সেখান থেকে চড়ে বসুন একটি ১০ মিনিটের নৌকা ভ্রমণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!