Saturday, December 21
Shadow

Second time Bond Girl Léa Seydoux

French actress Léa Seydoux has been selected to act in this episode

Léa Seydoux

Léa Seydoux bond girl
Léa Seydoux bond girl


Still not titled, the 25th film of the James Bond series is yet to be written. But the makers have already started casting the film. Keeping an eye on it is always interesting. Lastly, French actress Léa Seydoux has been selected to act in this episode. She played the role of psychologist Madeline Swann in the 24th Bond film ‘Specter’, this time he will be seen in the same role. Danielle Craig has already signed a contract to bond. Carey Jogie Fukunaga will direct the film in her own screenplay. Fukunaga script writing is not finished, but the film’s casting is under full swing. MGM and Yay are in search of two actresses, who will work with Bonds as an MISC agents and others will be one of the villains.

With the help of MGM Annapurna Pictures, the film will be released on February 14 in 2020.

দ্বিতীয়বার বন্ড কন্যা লিয়া সেদু

এখনও নাম নির্ধারণ হয়নি, ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম চলচ্চিত্রের চিত্রনাট্য এখনও লেখার পর্যায়ে রয়েছে। তবে নির্মাতারা এরই মধ্যে ফিল্মের কাস্টিং শুরু করে দিয়েছে। আর তা যেন বরাবরের মত আকর্ষণীয় হয় সেদিকে নজর রাখা হচ্ছে। সর্বশেষ জানা গেছে ফরাসী অভিনেত্রী লিয়া সেদু এই পর্বে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন। ২৪তম বন্ড ফিল্ম ‘স্পেক্টার’-এ তিনি মনোবিজ্ঞানী ম্যাডেলিন সোয়ানের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবারও তাকে একই ভূমিকায় দেখা যাবে। ড্যানিয়েল ক্রেইগ ইতোমধ্যে বন্ড চরিত্র করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নিজের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন ক্যারি জোজি ফুকুনাগা। ফুকুনাগা চিত্রনাট্য লেখা শেষ না করলেও চলচ্চিত্রটির কাস্টিং চলছে পুরো দমে। এমজিএম এবং ইয়ন দুজন অভিনেত্রীর সন্ধানে আছে যাদের একজন এমআইসিক্স এজেন্ট হিসেবে বন্ডের সঙ্গে কাজ করবে আর অন্যজন হবে অন্যতম ভিলেন। এমজিএম অন্নপূর্ণা পিকচার্সের সহযোগিতায় ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারি ফিল্মটি মুক্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!