Monday, December 23
Shadow

Vivo নিয়ে এল নতুন Y95

Y95Y95পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল অফলাইন চ্যানেল এবং ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, পেটিএম মল এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও। পাওয়া যাবে বেশ কিছু অফারও।

জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Vivo নিয়ে এল তাদের নতুন ফোন— Y95। ইনোভেশনের কথা মাথায় রেখেই Y সিরিজ়ের এই ফোনটি তাঁরা নিয়ে এসেছেন তাঁদের Sub-20K শ্রেণীর মধ্যে। Starry Black এবং Nebula Purple— এই দু’টি রংয়ের Y95 পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল অফলাইন চ্যানেল এবং ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, পেটিএম মল এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও।

 

Vivo-Y95 অনলাইন এবং অফলাইন কিনলে পাওয়া যাবে বেশ কিছু অফারও—

  • নো কস্ট ই এম আই (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং বাজাজ ফাইন্যান্স ই এম আই কার্ডগুলিতে ১৫ মাস পর্যন্ত)
  • সর্বনিম্ন ই এম আই শুরু ১১৩৩ টাকা থেকে
  • পেটিএম-এ ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক কুপন
  • রিলায়েন্স জিও থেকে ৩ টিবি ডেটা-সহ ৪০০০ টাকা মূল্যের বেনিফিট

 

Vivo-Y95-এর দাম: ১৬,৯৯০ টাকা

Y95

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!