Friday, January 3
Shadow

আজকের প্রিয়মুখ : ঐন্দ্রিলা

ঐন্দ্রিলাঐন্দ্রিলা

ঐন্দ্রিলা একজন টিভি অভিনেতা। ছোটবেলা থেকেই তিনি মিডিয়ার সঙ্গে জড়িত। নাটকে যেমন কাজ করেছেন তেমনই বিজ্ঞাপনেও। ঐন্দ্রিলা মাত্র চার বছর বয়সে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন প্রাইজ বন্ডের বিজ্ঞাপনের মডেল হয়ে। এরপর তিনি সানক্রেস্ট, ফেয়ার অ্যান্ড লাভলী, তিব্বত লিপজেল, ক্যামেলিয়া সাবান, অ্যারোমেটিক সাবানসহ ১৫টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ঐন্দ্রিলা সর্বশেষ ২০০৫ সালে পরমা জুয়েলার্সের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। তারপর সংসার জীবনে ব্যস্ততার কারনে মিডিয়া জগত থেকে দূরে সরে গিয়েছিলেন। এখন তিনি আবার মিডিয়া জগতের সাথে আগের মত নিয়মিত কাজ করতে চান। ঐন্দ্রিলা এ পর্যন্ত শতাধিক টিভি নাটক, ১৪টি বিজ্ঞাপনসহ আরও নানা ধরনের অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করেছেন।

পরিবার
ঐন্দ্রিলার বাবা বুলবুল আহমেদ যিনি প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র ও টিভি অভিনেতা এবং মা ডেইজি আহমেদ তিনিও নাটকের সাথে জড়িত। তার ছেলে ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!