Monday, December 23
Shadow

সাবিলা নূর : আজকের প্রিয়মুখ

সাবিলা নূরসাবিলা নূর (জন্ম: মে ২৭, ১৯৯৫) একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।

প্রাথমিক জীবন

সাবিলা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতাকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুড়ি চ্যাম্পিয়ন হয়েছিল যখন সে প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। বর্তমান এ সে ব্রাক বিশ্ববিদ্যালয় এ পড়াশোনা করছে।

সাবিলা নূর এর কর্মজীবন

সাবিলা নূর
সাবিলা নূর

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রান ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

টেলিভিশন নাটক

বছর নাটক সহ-অভিনেতা ভূমিকা চ্যানেল পরিচালক মন্তব্য
২০১৪ ইউ টার্ন তৌসিফ মাহবুব, মেহজাবিন চৌধুরী একুশে টিভি প্রথম অভিনীত নাটক
মনোনীত: মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা নবাগত অভিনয়শিল্পী
২০১৫ মাঙ্কি বিজনেস তামিম মৃধা, শবনম ফারিয়া এনটিভি
কল্পনার ঘর নাঈম
২০১৬ কেমেস্ট্রি মিশু সাব্বির, সাফা কবির , তৌসিফ মাহবুব এনটিভি
টীন টিন সালমান মুক্তাদির , জোভান আর টিভি মাবরুর রাশিদ বান্নাহ
মাস্তি আনলিমিটেড মিশু সাব্বির। সাফা কবির, তৌসিফ মাহবুব এন টিভি
শত ডানার প্রজাপতি জোভান, মিশু এন টিভি
রোদ বৃষ্টি অথবা অন্নকিছু তৌসিফ মাহবুব জি টিভি
চুপ আর টিভি
সনাতন কাব্য তৌসিফ মাহবুব এন টিভি
বুলেট প্রফ ম্যরেজ মিশু এনটিভি
ক্রস কানেকশন শামিম , তাসনোভা , সাজু এনটিভি
মিসফায়ার সালমান মুক্তাদির , মোশাররফ করিম এনটিভি
জোনাকির আলো জোভান এন টিভি
খন্দকার সাহেব সালমান মুক্তাদির এস এ টিভি
ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ অ্যালেন শ্রুভ্র এনটিভি
থ্রি ফ্রেন্ডস সালমান মুক্তাদির এনটিভি
হেল মেট সাব্বির অর্নব, নিলয় আলমগীর
এমএমএস সালমান মুক্তাদির
টুগেদার তৌসিফ মাহবুব এনটিভি
প্রেমের অলি গল্প তৌসিফ মাহবুব
ক্ষরণ হৃদয় খান, তারিন এনটিভি
প্রতিশোধ অপর্ণা ঘোষ
অপরাজিতা তুমি সৌমিক আহমেদ, হিল্লোল এনটিভি
জল কলঙ্ক তৌসিফ মাহবুব
সাইরেন অপর্ণা
লাভ অ্যান্ড কোম্পানি মাহফুজ আহমেদ, পূর্ণিমা
সমাপ্তি সজল নূর
পাষাণ ইজ ব্যাক অপর্ণা
যা কিছু ঘটে সালমান মুক্তাদির
শয়তানি হাসি
২০১৭ মেঘ এনেছি ভেজা সায়েম বাংলা ভিশন রুবায়েত মাহমুদ ভালবাসা দিবসে ক্লোজ আপ কাছে আসার গল্প
পলায়ন বিদ্যা মাসুদ সেজান
যেমন খুশি তেমন সাজো’ মনিরুজ্জামান রিপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!