সামিরা খান মাহি | নতুন লুক | সামিরা খান মাহির ছবি - Mati News
Friday, December 5

সামিরা খান মাহি | নতুন লুক | সামিরা খান মাহির ছবি

সামিরা খান মাহি । বাংলাদেশের বিনোদন জগতে এখন আলোচিত একটি নাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩টি ছবি পোস্ট করেছিলেন । দ্রুতই ভাইরাল হয়ে পড়া সেসব ছবির নিচে নেটিজেনদের অনেকেই করতে থাকেন ‘নেতিবাচক’ মন্তব্য। মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। লিখেছেন, ‘প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’ অভিনেত্রী মাহির শুরুটা মডেল হিসেবে ২০১৬ সালে। সে বছরই প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’র ফটোশুটে অংশ নিয়েছিলেন নানা সাজে।

চোখে চশমা, হাতে কলম। বসে আছেন একটি অফিসকক্ষে। এমন পোজে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার দুটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এর পরেই অনেকে সমালোচনা শুরু করে ছবি দুটি নিয়ে।

কেউ কেউ তাকে তুলনা করে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এবার এক সাক্ষাৎকারে জানালেন, এ দেশের বেশির ভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন।

samira khan mahi dress

অভিনেত্রীর ভাষ্য, ‘যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত।

samira khan mahi sleeveless

দেশের অধিকাংশ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত উল্লেখ করে মাহি আরো বলেন, ‘এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি—যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’

samira khan mahi in bikini

তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে। মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

নতুন লুকে কবির হোসেনের ক্যামেরায় সামিরা খান মাহি

samira khan mahi in short pants

samira khan mahi shorts

samira khan mahi sexy in water

samira khan mahi in water

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *