৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে ২০১৯ তারিখে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় এ সিদ্দান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
এবারের ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। ইতোপূর্বে কখনো এতো বেশি সংখ্যক প্রার্থী বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, ক্যাডার অনুসারে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশ ক্যাডারে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।


















