সবুজ এক রত্ন। চার পাশ থেকে জ্যোতি ঠিকরে বেরচ্ছে। জাম্বিয়ার একটি খনি থেকে এমনই একটি পান্না উদ্ধার হয়েছে।
পান্নাটি প্রায় ৫৬৫৫ কারাটের, ওজন প্রায় এক কিলোগ্রাম একশো গ্রাম। জাম্বিয়ার কাগেম খনি থেকে এই ‘জ়াম্বো এমারেল্ড’ পাওয়া গিয়েছে।এই পান্নার নাম ইনকালামু। স্থানীয় বেম্বা ভাষায় এর মানে সিংহ। ছোট ছোট টুকরো করে এই বিশাল পান্নাটিকে নভেম্বরে নিলামে তোলা হবে।
এই রত্নের স্বচ্ছতা অতুলনীয়, সোনালি সবুজ রঙ এই পান্নাটির বলছেন রত্ন বিশেষজ্ঞরা।
এই পান্নাটি যে প্রকল্পের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, সেখানে ভারতীয় ভূতত্ত্ববিদ দেবপ্রিয়া রক্ষিত ও খনি বিশেষজ্ঞ রিচার্ড কাপেটা নামে দুই ব্যক্তি ছিলেন।
হিরের চেয়েও মূল্যবান হল পান্না। জ়াম্বিয়া, কলম্বিয়া, ব্রাজিলে মূলত এটি পাওয়া যায়। এলেনা বাসাগ্লিয়া নামে এক ভূতত্ত্ববিদ বলেন, জাম্বিয়ার এই পান্না ঘিরে উৎসাহ বাড়ছে। বিশেষ করে ইউরোপ থেকে ব্যবসায়ীরাও আগ্রহ প্রকাশ করছেন।
এই সংস্থা এর চেয়ে বড় পান্না আগে উত্তোলন করেনি, জানান বাসাগ্লিয়া। এর আগে ২০১০ সালে ৬,২২৫ কারাটের একটি বিশাল পান্না উদ্ধার হয়। সেটিকে ‘এলিফ্যান্ট’ বলা হয়েছিল।
আপাত ভাবে এই পান্নাটির মূল্য ধার্য করা হয়েছে ১৫ কোটি টাকা।