Saturday, April 20
Shadow

খাবার নিয়ে কিছু অজানা তথ্য Fun facts about Food

আমরা অনেক ধরনের খাবার ও ফল সম্পর্কে জানি। কিছু আমাদের নিজ দেশে আছে কিছু বিশ্বের বিভিন্ন দেশে। আজ ঔ সকল খাবার ও ফলের কথা জানব যা আমরা জানতাম না।

(১) উড়োজাহাজের খাবার বেশি স্বাদ হয় না কারণ আমরা যখন উড়োজাহাজে ভ্রমন করি তখন আমাদের খাবারের গন্ধ নেয়ার ক্ষমতা ২০%  থেকে ৫০% কমে যায়।

(২) জানেন কি একধরনের লাল কলা পাওয়া যায়, যার স্বাদ খুব মিষ্টি, ক্রিমের মতো এবং কিছুটা রাপ্সবেরির স্বাদ।

(৩) বেশির ভাগ খাবার দোকানগুলোতে তাদের বরফ বানানোর মেশিন ঠিক ভাবে পরিষ্কার না করার কারণে খাবারে বিষক্রিয়া হয় খাবারের জন্য নয়।

(৪) অবাক হবেন জেনে যে, ম্যাকডোনাল্ডস বিশ্বের মোট জনসংখ্যার মোটামুটি ১% লোককে প্রতিদিন তাদের প্রসিদ্ধয় খাবার পরিবেষণ করে থাকে।

(৫) সকালে আপনাকে জাগিয়ে তুলতে একটি অ্যাপেল ক্যাফিন থেকে বেশি কার্যকর।

(৬) গবেষণায় চিনির ভিন্ন গঠন পাওয়া দেছে যার ফলে চকলেটে ৪০% কম চিনি ব্যাবহার করলেও চকলেটের স্বাদ নষ্ট হবে না।

 

(1) Airplane food does not taste good because when we travel by air, our ability to smell food is reduced by 20% to 50%.

(2) Did you know that there is a kind of red banana that tastes very sweet, creamy, and slightly raspberry.

(3) In most food shops, food poisoning is caused not by food because their ice-making machines are not cleaned properly.

(4) Surprisingly, McDonald’s serves their famous food every day to about 1% of the world’s population.

(5) An apple is more effective than caffeine in waking you up in the morning.

(6) Studies have found the different compositions of the sugar so that even if 40% less sugar is used in chocolate, the taste of chocolate will not be lost.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!