Sunday, December 22
Shadow

ভেবেছিলাম, লোকটি নিশ্চয়ই মুসলিম সন্ত্রাসী : তসলিমা নাসরিনের স্ট্যাটাস থেকে

তসলিমা নাসরিনআজ পিটসবুর্গের এক সিনেগগে ১১ জন প্রার্থনারত ইহুদিকে মেরে ফেলেছে এক লোক। ভেবেছিলাম, লোকটি নিশ্চয়ই মুসলিম সন্ত্রাসী, নিশ্চয়ই ফিলিস্তিনিদের ওপর হামলার শোধ নিচ্ছে। পরে দেখলাম রবার্ট বাওয়ার্স নামে এক খ্রিস্টান লোক গুলি করেছে ইহুদিদের। মুসলিমরা ইহুদিদের ঘৃণা করে, ইহুদিরা মুসলিমদের ঘৃণা করে– এরকমই আমরা জানি। বেশির ভাগ মানুষ ভুলেই গেছে যে হিটলারের পদাংক অনুসরণ করার লোক এখনও অনেক আছে। নাৎসির বাচ্চাগুলো এখনও প্রচণ্ড ইহুদিবিদ্বেষ নিয়ে প্রতিরাতে ঘুমোতে যায়।

ধর্ম যতদিন থাকবে, ততদিন ঘৃণা থাকবে, খুনোখুনি থাকবে। ধর্মকে সংশোধন করা যায় না, মানুষকে যায়। মানুষ শুদ্ধ হলে মানুষই পারবে অপরাধ শূন্যে নামাতে। কাউকে আর নরকের ভয় দেখাবার দরকার হবে না।

‘#মি টু’ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বাঁধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!