Wednesday, January 15
Shadow

সর্বনাশা চাষ

তুহীন বিশ্বাস 

অতঃপর… 

আকাঙ্ক্ষা আর স্বপ্নগুলো স্থির; 

বহু ফসলী জমি অধিগ্রহণ করে-

মুখোশধারী সর্বনাশা চাষে ব্যস্ত,

ক্ষেতের কীটনাশক ভাসে জলাশয়। 

পথচারী থুথু ফেলে সকাল – সাঁঝে

দুর্গন্ধ ছড়িয়ে যায় সভ্যতার অন্দরে,

শেয়াল কুকুরের আনন্দ উল্লাস ; 

অবশেষে…

পরিত্যাজ্য পরিত্যক্ত সাইনবোর্ড!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!