ভোর রাতে স্কুলে অশরীরী ভূত , ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় (ভিডিও) - Mati News
Sunday, December 14

ভোর রাতে স্কুলে অশরীরী ভূত , ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় (ভিডিও)

গত ১ অক্টোবর আয়ারল্যান্ডের কর্ক-এর ডিয়ারপার্ক সিবিএস স্কুলের লকার রুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে কিছু অতিভৌতিক ঘটনা, যা দেখার পর তার ব্যাখ্যা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, করিডোরের দরজা আপনা থেকেই খুলে গিয়ে তার পর মুহূর্তেই আবার সেটা বন্ধ হয়ে গেল। এর পরই একটি লকার দুলতে শুরু করে। দেখে মনে হতে পারে কেউ যেন সেটাকে ধরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। লকারের দোলা বন্ধ হতেই পাশের একটি লকারের শাটার খুলে যায়। এর পরই খোলা লকার থেকে ছড়িয়ে পড়ে বেশ কিছু কাগজপত্র। মাত্র দেড় মিনিটের এই ভিডিওতে ধরা পড়েছে অদ্ভুত সব ভূতুরে কাণ্ড যা এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।

আরো পড়ুন : কারাগারে ভূত : ঘুরে বেড়াচ্ছে তিন চোখওয়ালা নারী, আতঙ্কে কয়েদিরা

১৮২৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি কর্কের সবচেয়ে প্রাচীন স্কুল। ভিডিওটি সম্প্রতি স্কুলের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে স্কুল কর্তৃপক্ষ নিজে। আর কয়েক দিনের মধ্যেই হলোউইন উৎসবে মাতবে গোটা আয়ারল্যান্ড। তার আগেই এমন একটা ভিডিও শেয়ার করায় অনেকে এই ভিডিওটিকে হলোউইন প্রেজেন্টেশন বলেও মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *