চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত শাওমি স্মার্টফোন - Mati News
Monday, January 5

চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত শাওমি স্মার্টফোন

চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে ‘শাওমি এমআই এ১’ মডেলের স্মার্টফোন। বিস্ফোরণের ফলে স্মার্টফোনটির ব্যাটারি ও পেছনের অংশ গলে যায়। এতে পুরোপুরি অকার্যকর হয়ে যায় স্মার্টফোনটি। কেনার মাত্র আট মাসের মাথায় এমনটি ঘটেছে। এ বিষয়ে নাম-পরিচয় গোপন রেখে শাওমির এমআইইউআই ফোরামে ছবিসহ অভিযোগও করেছেন এক ব্যক্তি। স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ ‘শাওমি এমআই এ২’ মডেলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বলেও অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। এর আগে গত বছরের জুলাইয়ে শোরুমে থাকা অবস্থায় হঠাৎ করে আগুন ধরে পুড়ে যায় শাওমি রেডমি নোট৪ মডেলের স্মার্টফোন।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *