Monday, December 23
Shadow

ষোলই ডিসেম্বর : জনি হোসেন কাব্য

ষোলই ডিসেম্বর : জনি হোসেন কাব্য

ষোলই ডিসেম্বর বিজয় দিবস

একাত্তরে গোলাগুলি

হানাহানির ঝড়,

নির্বিচারে মরলো মানুষ

মরলো নারী-নর।

ছাড়তে হলো প্রাণের ভিটা

পুড়লো বাড়ি-ঘর,

ভেসে এলো অগ্নিমাখা

শেখ মুজিবের স্বর।

 

ন’মাস ধরে তিরিশ লাখ

প্রাণ হারানোর পর,

আমরা পেলাম বিজয় দিবস

ষোলোই ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!