নবী হোসেন নবীন
আলেয়াকে ভালোবেসে আলো হারালাম
আলোর মিছেলে গিয়ে দীপ নিভালাম।
প্রেমের পরশ পেতে প্রেম হারালাম
জোছনা পানের আশে চাঁদ হারালাম।
পথের প্রান্তে এসেও পথ হারালাম
আশার তরণী বেয়ে নাও ডুবালাম।
আশার পিছনে ছুটে আয়ু হারালাম
আজ নয় কাল হবে বলেই গেলাম।
পাওয়ার কথা ভুলে চেয়েই গেলাম।
বেশি চেয়ে অবশেষে সব হারালাম।
গ্রাম-বাঁশিল,ডাকঘর-কাঠালী
উপজেলা-ভালুকা,ময়মনসিংহ


















