ব্যাট হাতে ঝড় তুলছেন স্বামী; স্ত্রী মাতাচ্ছেন সোশ্যাল দুনিয়া
চলতি আইপিএলের দ্বাদশ আসরে সবার দৃষ্টি এখন তার দিকে। সোশ্যাল দুনিয়া বলা হচ্ছে, ক্রিকেটারের স্ত্রীদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে আবেদনময়ী। মাত্র ২৪ বছর বয়সী এই তরুণীর স্বামী বিখ্যাত ক্রিকেটার। চলতি আইপিএলে তাকে বল করতেই এখন ভয় পাচ্ছেন প্রতিপক্ষ বোলাররা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যার কথা বলা হচ্ছে তিনি ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লরা। চলতি আইপিএলেই সোশ্যাল দুনিয়া ভাইরাল হয়েছেন তিনি।
প্রতিটি সফল পুরুষের সাফল্যের জন্য কোনো না কোনো নারীর অবদান থাকে। আন্দ্রে রাসেলের জন্য লরাই হলেন ভালো খেলার অনুপ্রেরণা। এই তরুণীকে নিজের 'লেডি লাক' বলে থাকেন জ্যামাইকান ক্রিকেট তারকা। ডমিনিকান রিপাবলিকে জন্মগ্রহণ করা জেসিম লরা আর আন্দ্রে রাসেল দীর্ঘদিন প্রেম ও লিভ ইন করেছেন। তারপর বসেছেন বিয়ে পিঁড়িতে। লরার কিন্তু নিজের পেশাগত পরিচয়ও আছে। তিনি পেশায় এক জন মডেল ও ডিজাইনার।
এই মুহূর্তে লরার স্বামী...