ঈদ কালেকশন ২০২৩ : ফ্যাশনে নতুন
দুদিন গেলেই ঈদ, ঈদ কালেকশন নিয়ে আজ আমাদের এই আয়োজন। লিখেছেন নিলুফার দিশা
ঈদ কালেকশন ২০২৩ নিয়ে কথা হয় ফেসবুক কমার্স বিবিসাব-এর স্বত্তাধিকারী আনিকা ইবনাত চৌধুরীর সাথে। ঈদ কালেকশন নিয়ে তিনি জানান, ঈদ উপলক্ষে কাতান, কাঞ্জিভরম, জামদানী, তন্তুজ, মাধুরাই, হাফসিল্ক নকশী পাড়, মণিপুরী ইত্যাদি শাড়ির আয়োজন করা হয়েছে। শাড়ির রেঞ্জ: ৭০০-৩০০০ টাকা এর মধ্যে। এবারের ঈদ এ সবথেকে বেশি চাহিদা এবার মাধুরাই শাড়ির।
আরও দেখা যাচ্ছে হাফ সিল্ক নকশী পাড় শাড়ি। হাফ সিল্ক কাপড়ের উপর চুমকি বসিয়ে পাড়ে রঙিন সুতোর কাজ করা আছে, বাঙালীয়ানার নির্মল সৌন্দর্য এর শাড়িটির ভাজে ভাজে প্রকাশ পেয়েছে।
দেশীয় শাড়ি কারখানা থেকে সরাসরি এনে সীমিতমূল্যে ক্রেতাদের কাছে সরবরাহ করাই আমাদের লক্ষ্য।জামদানী শাড়িকে নিয়ে ভবিষ্যতে আরো বেশী কাজ করার ইচ্ছা আছে, এছাড়া আমাদের পেইজ এ কাস্টমাইজড জামদানী অর্ডার করার স...