Saturday, October 12
Shadow

Tag: উট ইনজাজ

বিশ্বের প্রথম ক্লোন উট ইনজাজ এর ১০ম জন্মদিন

বিশ্বের প্রথম ক্লোন উট ইনজাজ এর ১০ম জন্মদিন

Cover Story
পৃথিবীতে ৯ বছর সুস্থ স্বাভাবিকভাবে কাটিয়ে দিল বিশ্বের প্রথম ক্লোন উট ইনজাজ । আরবি শব্দ 'ইনজাজ' এর অর্থ 'অর্জন'। আজ ৮ এপ্রিল তার ১০ম জন্মদিন। ২০০৯ সালের এই দিনে দুবাইয়ের রিপ্রডাক্টিভ বায়োটেকনোলজি সেন্টারে ৫ বছরের গবেষণার ফল হিসেবে তার জন্ম হয়েছিল। ইন-ভিটরো ফার্টিলাইজেশন (আইভিএফ) এবং সোমাটিক সেল নাকলার ট্রান্সফার টেকনোলজির (ক্লোনিং) সফল প্রয়োগ করা হয় ইনজাজের ওপর। উট ইনজাজ একটি মাদী উট। তাকে ক্লোনিংয়ের মাধ্যমে সফলভাবে পৃথিবীতে এনেছেন দুবাইয়ের রিপ্রোডাকটিভ বায়োটেকনোলজি সেন্টারের সায়েন্টিফিক ডিরেক্টর ড. নিসার আহমেদ ওয়ানি। একটি স্বাভাবিক উট সাধারণত ৪০ বছর বাঁচে। সেদিক দিয়ে ক্লোন তার জীবনের চার ভাগের একভাগ কাটিয়ে ফেলেছে। শুধু তাই নয়; সে গর্ভবতীও হয়েছিল এবং দুটি সুস্থ বাচ্চাও প্রসব করেছে। ড. নিসার ওয়ানি বলেছেন, 'ইনজাজ আমাদের প্রথম সফল ক্লোন করা উট। আর দশটি উটের মতোই সুস্থ এবং স্বাভাবিকভ...