
বাহারি ফুলে সজ্জিত বাকৃবি ক্যাম্পাস
তাসনীম সিদ্দিকা: এখনও ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত চারিদিকের পরিবেশ। যখন চারিদিক জরাজীর্ণ তখন প্রকৃতি কন্যা নামে খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) তার সৌন্দর্য চারিদিকের মলিনতাকে দূরে সরিয়ে দেয়। চারিদিকে বাহারি রঙের নতুন ফুলে সজ্জিত হয়ে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাঙ্গণ।
শীতের এই নির্জীবতাকে ভুলিয়ে দিয়ে চারিদিকের ফুলের সমারোহ প্রাণবন্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) এই নয়নাভিরাম সৌন্দর্যেও পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরলস প্রচেষ্টা। বাগান তৈরি ও ফুলগুলোর পরিচর্যার জন্য লোকবল নিয়োগ করা হয়। তারা চারা রোপণ থেকে শুরু করে সার দেওয়া এবং পরিচর্যার সকল কাজ করে থাকেন।
বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। বিশেষ করে প্রশাসনিক ভবনসমূহ, বোটানিক্যাল গার্ড...