পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতা
পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতা
নিজের একটি স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাবে, ভাবতেই পারেননি শিল্পী নিশিতা বড়ুয়া। এবার তাঁর আনন্দ উদযাপনের পালা, শুভেচ্ছা কুড়ানোর মৌসুম। কলকাতা থেকে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘ইশক খুদা হে’।
প্রথমবারের মতো কলকাতার কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের শিল্পী নিশিতা বড়ুয়া। যদিও দেশের বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন এই শিল্পী। ইচ্ছে ছিল ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও একদিন গান করবেন। হঠাৎ মিলে যায় সেই সুযোগ। প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পান তিনি। এ জন্য অডিশনও দিতে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের সবাই আমাকে চেনেন। কিন্তু কলকাতা থেকে এত তাড়াতাড়ি প্রস্তাব পেয়ে যাব, ভাবিনি। পশ্চিমবঙ্গের ছবিতে গান করব ভেবে খুব রোমাঞ্চিত বোধ করছিলাম। ...