ইতিহাসের অজানা সব কথা জেনে নিন
ইতিহাসের অজানা সব কথা
জামাল হোসেন: ইতিহাসের অনেক না জানা কথা আজ জানব। যা আমাদের জানা খুব জরুরি।
(১) লাইবেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি চার্লস কিং হোল্ড যার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থান পেয়েছে। কারণ তিনি ১৯২৭ সালের নির্বাচনে ২,৩৪,০০০ ভোটে জয়লাভ করেন যেখানে ভোটার ছিল মাত্র ১৫,০০০ হাজার।
(২) স্পেন থেকে বিতাড়িত ইয়াহুদিদের উদ্ধার করতে ওটম্যান সুলতান ১৪৯২ সালে তাঁর নৌবাহিনীকে প্রেরণ করেন।
(৩) আমেরিকা ১৮৫৭ তাদের হাফ সেন্ট বন্ধ করে দেয় যখন তারা জানতে পারে যে এর মূল্য অনেক কম। যাই হোক যখন এটি তুলে নেয়া হল, এর মূল্য আরও বেড়ে গেল যেমন আজকের দিনের ১০ সেন্টের মতো।
(৪) ভিয়েতনামিরা ভিয়েতনাম যুদ্ধকে আমেরিকান যুদ্ধ বলে জানে।
(৫) প্রাচীন ধনী ইজিপ্সিয়ানরা ঘুমানোর সময় বালিশের পরিবর্তে ঘাড়কে উপরের দিকে তুলে ধরার জন্য এক ধরনের স্ট্যান্ড ব্যবহার করতেন যাতে তাদের চুলের ভাজ বা সুন্দরয্...