
শেখার নতুন দিগন্ত: ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বাস্তব জীবনের পাঠ
মুক্ত চিন্তা, মনন ও ব্যবহারিক জ্ঞানের একমাত্র জায়গা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্হায় তাত্ত্বিক জ্ঞানকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় সেই তুলনায় ব্যবহারিক জ্ঞানকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এজন্যই শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে না। পুঁথিগত জ্ঞানকে ব্যবহারিক জ্ঞানে কাজে লাগানোর অন্যতম মাধ্যম হলো- ট্যুর। বিভিন্ন ধরনের ট্যুর যেমন কান্ট্রি ট্যুর, ফিল্ড ভিজিট, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমেই শিক্ষার্থীরা ভিন্ন রকমের সংস্কৃতি, আচরণগত বিদ্যা এবং ব্যবহারিক বিভিন্ন যন্ত্রপাতি ও কার্যক্রম সম্পর্কে জানতে পারে।
তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক কাজে কীভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্য জানার জন্য সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার এনিমেল প্রোডাকশন ...