তসলিমা নাসরিন : মেয়েদের টি-শার্টে আরো যা লিখতে পারে
কিছুদিন ধরেই অনলাইন এবং অফলাইনে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কয়েকটি মেয়ে এবং তাদের টি-শার্ট। হ্যাঁ, সেই মেয়েগুলো টি-শার্টে 'গা ঘেঁষে দাঁড়াবেন না' লিখে রীতিমতো পাবলিক বাসে চড়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টে নারীদের যৌন হয়রানি নিয়মিত ঘটনা। বাসের মধ্যে মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থান ছোঁয়ার জন্যই অনেক বিকৃতমনস্ক পুরুষ ওঁত পেতে থাকে।
সোশ্যাল সাইটে মেয়েগুলোর টি-শার্টের ছবি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমাজের প্রগতিশীল অংশ এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, সব পুরুষ খারাপ নয়। বাসের প্রচণ্ড ভীড়ের মাঝে গা ঘেঁষাঘেষি হতেই পারে। প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও সোশ্যাল সাইটে এই 'টি-শার্ট মুভমেন্ট' নিয়ে মতামত ব্যক্ত করেছেন। প্রতিবাদী মেয়েদের তিনি উৎসাহিত করে আরো কিছু বাক্য লিখে দিয়েছেন, টি-শার্টে লেখার জন্য।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ত...