সাগরতলে প্রাচীন গ্রিক জাহাজ এখন জাদুঘর
উত্তর গ্রিক আইল্যান্ড অ্যালোনিসোসের কাছে পড়ে ছিল ডুবে যাওয়া প্রাচীন গ্রিক জাহাজটি। পণ্যবোঝাই বিশাল জাহাজটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। মিউজিয়াম সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাচীনকালে ডুবে যাওয়া আরো বেশ কয়েকটি জাহাজকে।
এ ঘটনা পাল্টে দিয়েছে এ বিষয়ে প্রত্নতাত্ত্বিকদের ধারণা।
প্রাচীন জাহাজকে জাদুঘরে রূপান্তরের এই ঘটনা বিশ্বে প্রথম। জাদুঘরে ডাইভিং খেলোয়াড়সহ যে কেউ বিনোদনের জন্য প্রবেশ করতে পারবে।
গ্রিসে পানির নিচে থাকা এই সমৃদ্ধ ঐতিহ্য দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। মূলত কিছু নির্বাচিত প্রত্নতাত্ত্বিকদের সেখানে প্রবেশাধিকার ছিল। ২০০৫ সাল পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট স্থান ছাড়া নিষিদ্ধ ছিল স্কুবা ডাইভিংও। কারণ দেশটির সাগরতলে ছড়িয়ে থাকা প্রত্নসামগ্রী হারিয়ে যাওয়ার ভয় ছিল।
সরকার পানির নিচে থাকা প্রাচীন জাহাজটিকে জাদুঘরে রূপান্তরের প্রকল্প হাতে নেয়। এরপর পাল্টে যায় পরিস্থিতি।
স...