Tuesday, September 17
Shadow

Tag: গ্ল্যামার

জাহারা মিতুর ছবি ‘জয় বাংলা’ | এ নিয়ে যা বললেন নায়িকা

জাহারা মিতুর ছবি ‘জয় বাংলা’ | এ নিয়ে যা বললেন নায়িকা

Entertainment, Glamour
কাজী হায়াতের ৫১তম ছবি ‘জয় বাংলা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নায়িকা জাহারা মিতুর। সারা দেশের ২০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। জাহারা মিতু তার স্ট্যাটাসে লিখেছেন- আমার প্রথম চলচ্চিত্র হিসেবে পর্দায় আসতে যাচ্ছে কিংবদন্তী পরিচালক “কাজী হায়াৎ” এর “জয় বাংলা”। তবে আমাকে যিনি বড়পর্দায় প্রথম পরিচালনা করেছেন তিনি আমার অন্যতম অভিভাবক “বদিউল আলম খোকন”। আমার বড়পর্দায় অভিষেক, অথচ তার আশীর্বাদ-দোয়া আমার মাথায় থাকবে না, এমন কল্পনা করাও আমার জন্য পাপ। কথা দিচ্ছি আগুন জ্বলবে আগুনের মতই……. খোকন ভাই আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি।   “জয়-বাংলা” পুরোটাই আমাদের কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎের সিনেমা। মুনতাসীর মামুন রচিত “জয় বাংলা” উপন্যাসের চিত্রনাট্য নিয়ে এই চলচ্চিত্র নির্মিত। একটি উপন্যাস যখন সিনেমায় রূপান্তরিত হয় তখন স্বভাবতই একজন পরিচালককে সেই ঐপন্যাসিকের চিন্তা-ভাবনা কে ধারণ করে সেই প...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!