Thursday, March 27

Tag: জার্মপ্লাজম

ফলের স্বর্গরাজ্য: বাকৃবিতে ফলদ বৃক্ষের সমাহারে পরিপূর্ণ জার্মপ্লাজম সেন্টার

ফলের স্বর্গরাজ্য: বাকৃবিতে ফলদ বৃক্ষের সমাহারে পরিপূর্ণ জার্মপ্লাজম সেন্টার

Agriculture Tips, ক্যাম্পাস
সিদ্ধার্থ চক্রবর্তী : ময়মনসিংহ শহরের দাঁড়প্রাণ্তে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত জার্মপ্লাজম সেন্টারকে বাহারি রকমের ফলদ বৃক্ষের সমাহারের জন্য বলা হয়ে থাকে ফলের স্বর্গরাজ্য। ফলের এই স্বর্গরাজ্যে রয়েছে নানা প্রজাতির, বিচিত্র রঙের ও ভিন্ন স্বাদের হাজার হাজার ফলের বিপুল সমাচার। আমেরিকার ইউএস-ডিএআরএসের গবেষণায় বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফলদ বৃক্ষের সংগ্রহশালা হিসেবে পরিচিত বাকৃবির এই জার্মপ্লাজম সেন্টার। বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এই ফল জাদুঘর। ১ একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি তৎকালীন সময়ে 'ফ্রুট ট্রি স্টাডিজ' নামে খ্যাত ছিল। অনতিদূর সময়ের মধ্যেই এই গবেষণাশালার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ফলগাছ উন্নয়ন প্রকল্প’। এট...

Please disable your adblocker or whitelist this site!