জিহ্বা পুড়ে গেলে যা করবেন
জিহ্বা পুড়ে গেলে যা করবেন
আড্ডার ফাঁকে কিংবা তাড়াহুড়োয় গরম চা অথবা কফির কাপে চুমুক দিতেই চমকে উঠলেন। বুঝলেন জিহ্বাটা আর আপনার নেই। সামনের অংশটা পুড়ে গেছে। এমন ঘটনা প্রায় সবার ক্ষেত্রেই ঘটে। এতে জিহ্বা জ্বালাপোড়া করে। আর সবচেয়ে বিরক্তিকর বিষয়, এটি সহজে কমতেও চায় না। এ থেকে অনেক সময় মুখে শুকনোভাব, পানিশূন্যতা ইত্যাদি তৈরি হয়। সমস্যার সমাধান করা না হলে একপর্যায়ে মুখে দুর্গন্ধ বা দাঁতক্ষয়ের সমস্যাও দেখা দেয়। আর সেই সাথে থাকে মুখরোচক খাবারের স্বাদে পানসে ভাব।
তবে, পোড়া কম হলে এই অস্বস্তি দূর করার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন।
১. জিহ্বা পুড়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে থাকুন। এতে মুখে ঠাণ্ডা বাতাস ঢুকবে। আস্তে আস্তে স্বস্তি আসবে।
২. জিহ্বার প্রদাহ কমাতে মধু খেতে পারেন। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান। এতে জ্বালাপোড়াভাব কমবে। পাশাপাশি মধু পরবর...