নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণ
নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণনিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার ড. রাজুব ভৌমিক রাজুর সাহসিকতায় রক্ষা পেল ড্রো টেন্ডলের জীবন।গত বুধবার স্থানীয় সময় ভোর ৪টায় ম্যানহাটনের ১৪৫ স্ট্রিন ব্রিজ থেকে টেন্ডল আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করার আগেই নিজের জীবন বাজি রেখে রাজু ৩০ ফিট ওপরে উঠে তাঁর সঙ্গে […]