নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণ
নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণ
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার ড. রাজুব ভৌমিক রাজুর সাহসিকতায় রক্ষা পেল ড্রো টেন্ডলের জীবন।
গত বুধবার স্থানীয় সময় ভোর ৪টায় ম্যানহাটনের ১৪৫ স্ট্রিন ব্রিজ থেকে টেন্ডল আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করার আগেই নিজের জীবন বাজি রেখে রাজু ৩০ ফিট ওপরে উঠে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করে নিচে নামিয়ে আনেন।
এনওয়াইপিডি সূত্রে জানা যায়, ড্রো টেন্ডল নামের ২৭ বছর বয়সী সেই আমেরিকানকে ৩০ ফুট ওপরের ব্রিজে দেখে রাজু তাঁর অগোচরে সেখানে উঠে পড়েন। এরপর টেন্ডলের সঙ্গে রাজু অন্তত ১০ মিনিট জোর-জবরদস্তি করে তাঁকে নিজের আয়ত্ত্বে নিয়ে আসেন। এর মধ্যে দুজনেরই তিন বার ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ড্রো টেন্ডল আত্মহত্যা করতে চেয়েছিলেন তাঁর অর্থনৈতিক দুরবস্থার জন্য।
এনওয়াইপিডি সূত্রে এই খবর ...