সৌদি যুবরাজ ‘ক্রিমিনাল’ : নোবেলজয়ী কারমান
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘ক্রিমিনাল’ বলে মন্তব্য করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। ইয়েমেনের চলমান গৃহযুদ্ধের জন্যও তিনিসৌদি যুবরাজ কে দায়ী করেন এবং ইয়েমেনকে ধ্বংস করার অভিযোগ করেন।
সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধে গত বৃহস্পতিবার কংগ্রেসে একটি প্রস্তাব পাস হয়েছে। কিন্তু হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিতে পারেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির সরকারের সঙ্গে সৌদি আরব ও আমিরাত সামরিক জোটের ঘনিষ্ঠতা আছে। হাদি ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছেন।
দাতব্য সংস্থাগুলোর আনুমানিক হিসাব অনুযায়ী...