Saturday, December 21
Shadow

Tag: পান্তা ইলিশ

নিউইয়র্কে বাঙালি আমেজে বৈশাখ বরণের কর্মসূচি

নিউইয়র্কে বাঙালি আমেজে বৈশাখ বরণের কর্মসূচি

Cover Story
বাঙালি আমেজে সুদূর নিউইয়র্কে  অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের উজ্জীবিত রাখার পাশাপাশি নতুন প্রজন্মে বাংলার ফল্গুধারা প্রবাহিত করার সংকল্পে বাংলা নতুন বছর-১৪২৬ কে বরণের ব্যাপক প্রস্তুতি চলছে। বহু বছর আগে পান্তা-ইলিশের আমেজে পয়লা বৈশাখ বরণের এই রেওয়াজ নিউইয়র্কে চালু করে ড্রামা সার্কেল। এ বছর বর্ষবরণে ড্রামা সার্কল’র অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে সন্ধ্যায় ৬টায়। এর আগে বিকেল ৩টায় শুরু হবে ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএর বৈশাখী মেলা। খবর এনআরবি নিউজের একইস্থানে বেলা ১২টায় বিপার বৈশাখী র‌্যালি তথা মঙ্গল শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। এর আগের দিন শনিবার বেলা ১২টায় ব্রুকলিনে এভিনিউ সি প্লাজায়ও বিপার উদ্যোগে বৈশাখী র‌্যালির কর্মসূচি রয়েছে। ‘আনন্দধ্বনি’র প্রভাতী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান হবে রোববার সকাল ৭টা থেকে জ্যামাইকার সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে (৮৮-৫ ১৮২ স্ট্রীট এন্ড হ...

Please disable your adblocker or whitelist this site!