গরমের সময় কি ধরণের পারফিউম বেছে নেয়া উচিত?
গরমে যে ধরনের পাফিউম ব্যবহার করা উচিৎঃ
গরমের সময় বেশি গাঢ় সুগন্ধি ব্যবহার না করাই ভালো। বেছে নিন হালকা কোনও মিষ্টি সুগন্ধি।
পারফিউমের সঠিক গন্ধের আন্দাজ করা যায় না। কারণ, দোকানের অন্যান্য জিনিসের গন্ধও চলে আসে নাকে। সুগন্ধি কেনার সময় সম্ভব হলে খোলা জায়গায় শুঁকে দেখুন।
সুগন্ধি বেছে নিন, যাতে পাবেন লেবু বা কাঠের মতো সুন্দর গন্ধ। লেবুর সুন্দর সুগন্ধ আপনাকে মাতিয়ে দেবে।
গরমের জন্য সেরা ফুলের সুগন্ধি। সেক্ষেত্রে রয়েছে একাধিক বিকল্প। গোলাপ, জুঁই আরও কত কী! আপনি বেছে নিন আপনার পছন্দমতো। গরমের হাত থেকে বাঁচতে ফুলের সুবাস কাজে দেবে।
সুগন্ধির সুবাস যাতে অনেকক্ষণ স্থায়ী হয়, তেমন কোনও পারফিউম বেছে নিন।
ত্বকের ধরন বুঝে বডি স্প্রে নির্বাচন করুন। সাধারণত ত্বক তিন ধরনের হয়ে থাকে-শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত। বডি স্প্রে আপনার শরীরে ঠাণ্ডা সতেজতা এনে দেবে। ত্বকে...