মোস্তাফিজ ৪ বছর পর ডিপিএলে ফিরছেন
দীর্ঘ ৪ বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ফিরছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ডিপিএলে এই বাঁহাতি পেসারকে দেখা যাবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জার্সিতে। প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজকে নিয়েছিল শাইনপুকুর। সব ঠিক থাকলে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। আগামী ১১ই এপ্রিল খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষেও খেলার কথা তার।
মোস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত ৮ই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর বিয়ে-শাদী নিয়েই ব্যস্ত ছিলেন ছিলেন তিনি। গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলনে ঘাম ঝরান মোস্তাফিজ। ৪ বছর পর হঠাৎ তার ডিপিএল খেলার কারণ জানতে চাইলে বাঁহাতি পেসার বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে যে ক্যাম্প শুরু হবে, ভাবছি তার আগে আমার ম্যাচ অনুশীলন ...