মুসলিম নারী এমপির সমালোচনায় ৯/১১-র ভিডিও , তোপে ট্রাম্প
মুসলিম নারী এমপির সমালোচনায় ৯/১১-র ভিডিও , তোপে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদ কংগ্রেস-এর হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এর মুসলিম ডেমোক্র্যাটিক নারী সদস্য ইলহান ওমরের বক্তব্য জড়িয়ে ২০০১ সালের ৯/১১’র টুইন টাওয়ার হামলার একটি ভিডিও টুইট করে তার সমালোচনা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার তাকে তিরস্কার করেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘৯/১১ হামলার স্মৃতি জেগে আছে এক পবিত্রতার পটভূমিতে। ওই ঘটনা নিয়ে কোনো রকম কথা বলতে গেলে তা সম্মানের সঙ্গেই বলা চাই। রাজনৈতিক আক্রমণের জন্য ৯/১১ ছবি ব্যবহার করা প্রেসিডেন্টের উচিত নয়।’
শুক্রবার ট্রাম্প বিতর্কিত ওই ভিডিওটি টুইট করেন। এতে তিনি ৯/১১ হামলার একটি ভিডিও’র সঙ্গে মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমরের গতমাসে দেওয়া একটি বক্তব্য জুড়ে দেন। এ বক্তব্যের মধ্য...