Sunday, December 22
Shadow

Tag: স্যাটেলাইটে

মসজিদ ভাঙছে চীন, স্যাটেলাইটে ধরা পড়ল সেই ছবি

মসজিদ ভাঙছে চীন, স্যাটেলাইটে ধরা পড়ল সেই ছবি

Cover Story
চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদ ভাঙছে চীন সরকার। সামাজিক কর্মীদের পোস্ট করা স্যাটেলাইটে ছবিতে এসব দেখা যায় চীনা সরকার মুসলিম জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ল্যান্ডমার্ক মসজিদের সুসংগতভাবে ধ্বংস করছে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো তথাকথিত 'পুনর্বাসন শিবিরে' সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে বেইজিংয়ের সমালোচনা করছে। দুজন বিশিষ্ট কর্মীর পোস্ট করা টুইটারে দেখা যায়, জিনজিয়াংয়ের ল্যান্ডমার্কের অনন্ত দুটি মসজিদের চিত্রস্যাটেলাইটে দেখা যায়, যেখানে মসজিদের আগের চিত্র ও পরের চিত্র দেয়া হয়েছে। এসব ছবি স্যাটেলাইট থেকে ধারণকৃত। এতে প্রমাণ হিসেবে ধ্বংসের আগের চিত্রের সঙ্গে পরের চিত্রের তুলনা দেখানো হয়। ধ্বংসপ্রাপ্ত কেরিয়া আতিকিকা মসজিদ হোটান শহরে অবস্থিত। যেটি ৮০০ বছরের পুরনো। মসজিদটি ১২৩৭ সালে নির্মিত হয়েছিল। মসজিদটিকে ২০১৭ চীনা স্থাপত্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। অন...

Please disable your adblocker or whitelist this site!