মুসলিম ফুটবলারদের সুবিধার্থে বন্ধ হচ্ছে ‘অ্যালকোহল উদযাপন’
মুসলিম ফুটবলারদের সুবিধার্থে বন্ধ হচ্ছে 'অ্যালকোহল উদযাপন'
ফুটবলে শিরোপা ফয়সলা হওয়ার পর শ্যাম্পেন ছিটিয়ে উদযাপন বহু পুরাতন রীতি। ক্রিকেটেও অনেক দেশ শ্যাম্পেন ছিটিয়ে শিরোপা জয়ের উদযাপন করে থাকে। তবে এক্ষেত্রে বিপাকে পড়েন মুসলিম খেলোয়াড়রা। কারণ ইসলামে অ্যালকোহল নিষিদ্ধ। ইংলিশ ফুটবলের লিগগুলোতে এমন উদযাপন নিয়ে এর আগেও নানা আলোচনা হয়েছে। মুসলিম ফুটবলারদের এবার শিরোপা উদযাপনে অ্যালকোহল নিষিদ্ধ করছে এফএ কাপ কর্তৃপক্ষ।
ওয়েম্বলিতে আগামী ১৮ মে ওয়াটফোর্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। দুটি দলেই উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ফুটবলা আছে। ডেইলি মেইল জানিয়েছে, সংস্থাটির আভ্যন্তরীণ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, ভবিষ্যতে এফ এ কাপের বিজয়ীদের হাতে আর শ্যাম্পেনের বোতল তুলে দেওয়া হবে না। তবে অ্যালকোহল মুক্ত শ্যাম্পেন দিয়ে উদযাপনেরও একটা প্রস্তাব আছে। যাতে ভিন্ন ধর্মালম্বীদের সমস্যা...