গুলিস্তানে পুলিশের ওপর ককটেল হামলায় আইএস এর দায় স্বীকার
গুলিস্তানে পুলিশের ওপর ককটেল হামলায় আইএস এর দায় স্বীকার
রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহতের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর গতকাল মঙ্গলবার ভোরে আইএসের গতিবিধি বিশ্লেষক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান রিটা কাটজ এক টুইট বার্তায় দাবি করেন, আইএস ঢাকায় পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানান, এর আগে আইএসের নামে প্রতারণামূলক পোস্ট ও দায় স্বীকারের বার্তা দেওয়া হয়েছিল। এ কারণে এবারের দাবিটিও তদন্ত করে দেখছেন তাঁরা। তবে হামলার বোমাগুলো সাধারণ ককটেল থেকে ভিন্ন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ হামলার ঘটনায় গতকাল এসআই ওবায়দুর রহমান বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে পল্টন থানায় মামলা করেছেন।
রিটা কাটজ গতকাল ভোরে এক টুইটে লিখেছেন, গত দুই বছরে এই প্রথম জঙ্গি সংগঠনটি বাংল...