
বস্তায় আদা চাষ পদ্ধতি
মাটিনিউজের আজকের এই লেখায় জেনে নিন বস্তায় আদা চাষ পদ্ধতির বৃত্তান্ত। বস্তায় এভাবে আদা চাষ করে আপনিও আপনার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু আয়ও করতে পারবেন। বস্তায় আদা চাষে দরকার হয় না খুব বেশি জায়গা বা জমির।
আদার প্রচলিত জাত সমূহ:
বারি আদা-১,বারি আদা-২,বারি আদা-৩, রংপুরী,খুলনা,টেঙ্গুরী
আদা চাষ পদ্ধতি:
সরাসরি জমিতে ও বস্তায় আদা চাষ করা সম্ভব। বস্তায় আদা চাষে রোগ বালাই আক্রমণ কম হয়।
আদা বপনের সময়:
আদা চাষের উত্তম সময় হলো চৈত্র মাস। তবে বর্তমানে জৈষ্ঠ্য মাস পর্যন্ত আদা বপন করলেও আদা হবে।
আদা চাষের স্থান:
সরাসরি রৌদ্রের চেয়ে সুনিষ্কাশিত, উঁচু এবং হালকা ছায়াযুক্ত স্থানে আদা উৎপাদন ভালো হয়।
আদা বীজের আকার ও রোপণ দূরত্ব:
৪৫-৫০ গ্রাম ওজনের দুই চোখ বিশিষ্ট কন্দ খণ্ড সারিতে বপন করতে হয়। সারির দূরত্ব ২-৩ ফিট গাছ হতে গাছের দূরত্ব ১৫-২০ সেন্টিমিটার। স্থান...