ভাগ্নের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পার্থ
ভাগ্নের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পার্থ
শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। এ খবরে সারা দেশের মানুষের মতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন জায়ানের মামা আন্দালিব রহমান পার্থ।
শেখ সেলিমের ছোট বোন রেবা রহমানের ছেলে আন্দালিব রহমান পার্থ। সেই সূত্রে পার্থর মামাতো বোনের ছেলে হন নিহত জায়ান। ভাগ্নের এমন অকাল মৃত্যুতে পার্থ নিজেও স্তব্ধ এবং শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন।
আবার পার্থর স্ত্রী শেখ হেলালের বড় মেয়ে শেখ সায়রা রহমান। শেখ হেলাল বঙ্গবন্ধুর ভাতুস্পুত্র এভং শেখ হাসিনার চাচাতো ভাই। সেই সুবাদে পুরো বঙ্গবন্ধু পরিবারই এই ঘটনায় শোকাহত।
এ খবর প্রকাশের পর দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ হয়ে পড়ে সকল মানুষ। প্রাণপ্রিয় নেতার আদরের নাতি জায়ান চৌধুরীর মর্মান্তিক মৃত্যু দলের নেতাকর্মীদের বাকরুদ্ধ করে দিয়েছে।
প্রসঙ্গত, গ...