আবহাওয়া ও জলবায়ু Archives - Mati News
Sunday, December 14

Tag: আবহাওয়া ও জলবায়ু

পঞ্চম শ্রেণির বিজ্ঞান : আবহাওয়া ও জলবায়ু

পঞ্চম শ্রেণির বিজ্ঞান : আবহাওয়া ও জলবায়ু

পঞ্চম শ্রেণি, পঞ্চম শ্রেণির বিজ্ঞান, প্রাথমিক
পঞ্চম শ্রেণির বিজ্ঞানের একাদশ অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু নিয়ে রইল  একটি মজার আলোচনা। প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এবং বাতাসের নিম্নচাপ ও উচ্চচাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে কী কারণে গরমকালে বৃষ্টি হয় ও শীতকালে কেন বৃষ্টি হয় না । আবহাওয়া ও জলবায়ু : প্রথমেই তিনটি বিষয় জেনে রাখি ১.        বাতাস গরম হলে উপরের দিকে উঠে যায়। ২.       কোথাও যদি বাতাস না থাকে তা হলে সেই খালি জায়গা দখল করতে আশপাশের বাতাস ছুটে আসে। ৩.       বাতাসে জলীয় বাষ্প যত বেশি জমা হবে, বাতাস তত ভারী হবে। ৪.       আর যেকোনো ভারী জিনিস নিচে নেমে আসে।   দিনের বেলায় মাটি গরম হয়।এ কারণে মাটির উপরে থাকা বাতাস উপরে উঠে যায়। বাতাস উপরে গেলে সে জায়গাটা কি ফাঁকা থাকে? আরে না! সেখানে আশপাশে ঠান্ডা বাতাস ছুটে আসে। তখন সাগরে নিম্নচাপ দেখা দেয়। মাটি গরম হলে সাগরে কে...