আলু চাষের পদ্ধতি, বীজ রোপণ, সার, সেচ ও পোকা-মাকড় দমন
বীজ রোপণ
উত্তরাঞ্চল: মধ্য কার্তিক থেকে (নভেম্বরের প্রথম সপ্তাহ)।
দক্ষিণাঞ্চল: অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ (নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ)।
বীজের হার: প্রতি একরে প্রায় ৬০০ কেজি।
রোপণের দূরত্ব:
আস্ত আলুর জন্য: 60x25 সেমি।
কাটা আলুর জন্য: 45x15 সেমি।
সার ব্যবস্থাপনা
সারের নামপরিমাণ (গ্রাম/শতক)ইউরিয়া১০০০টিএসপি৫৩০এমওপি৯৫০জিপসাম৪৫০জিংক সালফেট৩৫ম্যাগনেসিয়াম সালফেট (অম্লীয় বেলে মাটির জন্য)৩৫০বোরণ (বেলে মাটির জন্য)৩৫গোবর৪০ কেজি
সার প্রয়োগের পদ্ধতি:১. প্রথম ধাপ:রোপণের সময় জমিতে গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিংক সালফেট ভালোভাবে মিশিয়ে দিতে হবে।২. দ্বিতীয় ধাপ:বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে।৩. বিশেষ ক্ষেত্রে:
অম্লীয় বেলে মাটির জন্য ৩৫০ গ্রাম/শতক ম্যাগনেসিয...