Monday, December 23
Shadow

Tag: ইএনটি

নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের পরামর্শ  :শিশুর অ্যাডিনয়েড সমস্যায় করণীয়

নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের পরামর্শ :শিশুর অ্যাডিনয়েড সমস্যায় করণীয়

Cover Story, Health and Lifestyle
শিশুর অ্যাডিনয়েড সমস্যা   অ্যাডিনয়েডের চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতির রক্তপাতহীন অপারেশন ‘কবলেশন মেথড’ বেশ জনপ্রিয় অ্যাডিনয়েড বড় হয়ে গেলে নাক বন্ধ হয়ে যায়। তখন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়। এর ফলে ঘুমের ব্যাঘাতসহ শিশুদের মারাত্মক কিছু শারীরিক জটিলতা হতে পারে। শীতের সময় এ সমস্যা বাড়তে পারে। লিখেছেন বাংলাদেশ ইএনটি হাসপাতালের কনসালট্যান্ট  অধ্যাপক ডা. এম এ মতিন নাকের পেছনে টনসিলের মতো সাধারণ কিছু লিম্ফয়েড টিস্যু থাকে। এটি যদি কখনো বড় হয়ে যায়, তাহলে নাকের পেছনের শ্বাসনালিকে বন্ধ করে দিতে পারে। একে বলে অ্যাডিনয়েড বড় হওয়ার সমস্যা, যা সাধারণত শিশুদের বেশি হয়। শীতের সময় এর জটিলতা বাড়তে পারে।   লক্ষণ শিশুদের অ্যাডিনয়েড বড় হলে কিছু লক্ষণ প্রকাশ পায়। এসব লক্ষণ দেখা দিলে মনে করতে হবে, তার অ্যাডিনয়েড বড়ো হয়ে সমস্যা তৈরি হচ্ছে। যেমন— ♦ শিশুর নাক বন্ধ থাকে। সব সময় সর...

Please disable your adblocker or whitelist this site!