Monday, December 23
Shadow

Tag: গরুর রোগ

গরুর রোগ ও তার প্রতিকার | গরুর রোগের চিকিৎসা

গরুর রোগ ও তার প্রতিকার | গরুর রোগের চিকিৎসা

Agriculture Tips
গরুর রোগ নিয়ে লিখেছেন দিলরুবা আফরোজ। গরু, ছাগল, ভেড়া, মহিষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। গৃহপালিত পশু রোগে আক্রান্ত হলে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজ আমরা জানতো গরুর রোগের চিকিৎসা ।   গরুর রোগ : বাদলা বাদলা মারাত্নক একটি গরুর রোগ । এটি সংক্রামক রোগ। এ রোগে পশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ ছড়ায়।   গরুর রোগের চিকিৎসা : লক্ষণ এ রোগে আক্রান্ত হলে পশু কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। অনেক সময় লক্ষণ প্রকাশ পাবার আগেই মারা যায়। তীব্র তাপমাত্রা থাকে। আক্রান্ত স্থান ফুলে ওঠে ও মাংসপেশি গরম হয়ে যায়। ফুলে ওঠা জায়গায় হাত দিয়ে চাপ দিলে শব্দ করে। শরীরে রক্ত চলচল বন্ধ হয়ে যায়। অনেক সময় ক্ষতের সৃষ্টি হয় আক্রান্ত স্থানে।   প্রতিকার ও প্রতিরোধ পেনিসিলিন জাতীয় ওষুধ ভালো কাজ করে। গরুর দেহের ওজন অনুযায়ী প্রতি ক...

Please disable your adblocker or whitelist this site!