গ্যাস্ট্রিক আলসার Archives - Mati News
Friday, December 5

Tag: গ্যাস্ট্রিক আলসার

গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার ৭টি উপায়

গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার ৭টি উপায়

Cover Story, Health and Lifestyle
  গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার ৭টি উপায় গ্যাস্ট্রিক আলসার রোগটির সাথে আমরা সবাই  সুপরিচিত। ডাক্তারি ভাষায় এটাকে পেপটিক আলসার ডিজিজ কিংবা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ বলা হয়। তবে সাধারন মানুষের কাছে এই রোগটি গ্যাস্ট্রিকের ব্যাথা, গ্যাসের ব্যাথা, পেটের আলসার, খাদ্যনালীর ঘা ইত্যাদি নামে পরিচিত। গ্যাস্ট্রিক আলসার রোগটি অগোছালো জীবন-যাপন, অনিয়মিত খাবার গ্রহণ, খাবার বাছাইয়ে অসতর্কতা ও অজ্ঞতা এ রোগের পিছনে বড় কারন। গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ ১. বুক ও পেটের উপরের অংশে ব্যাথা (পাকস্থলীর আলসারের ক্ষেত্রে খাবার খেলে এ ব্যাথা কমে যায়, কিন্তু অন্ত্রের আলসারের ক্ষেত্রে খাবার খেলে এ ব্যাথা সাধারণত বাড়ে), ২. বুক জ্বালাপোড়া করা, ৩. টক বা তিক্ত স্বাদের ঢেকুর তোলা, ৪. মাত্রাতিরিক্ত হেচকি ওঠা, ৫. বুকের পেছনের অংশে বা মেরুদণ্ডে ব্যথা, ৬. পেটের উপরের অংশে গরম অনুভূত যাওয়া, ৭. ক্ষুধ...