বদলে দাও ঘরের চেহারা
বদলে দাও ঘরের চেহারা
মাঝেমধ্যে ঘরটিরও চাই নতুন জামা। মানে একটুখানি বাড়তি সাজগোজ। অল্প কিছু আইটেম হলেই কিন্তু বদলে দেওয়া যায় ঘরের চেহারা।
কাচের জারে রঙিন কাঠি
যা যা লাগবে
কিছু শুকনো কাঠি। হরিণের শিঙের মতো আঁকাবাঁকা শাখাওয়ালা কাঠি হলে ভালো হয়।
জলরং বা অ্যাক্রিলিক ও তুলি।
একটি পরিষ্কার ঝকঝকে কাচের জার।
ছিমছাম ফুল
যেভাবে বানাবে
কাজটি বেশ সহজ। কাঠিগুলোতে রং বসাতে হবে। তবে খেয়াল রাখার বিষয় আছে কিছু। কাঠিগুলো হতে হবে শুকনো খটখটে। আর রং বসাতে পানি ব্যবহার না করাই ভালো। দুটি উজ্জ্বল রঙের পর একটুখানি কালো ছোপ বসিয়ে দিলে রং ফুটবে বেশ। ছবিতে খেয়াল করলেই বুঝবে, একটি কাঠিতে প্রথমে হলুদ ও পরে কালো, এরপর আকাশি রঙের পর আবার কালো ব্যবহার করা হয়েছে। মোট কথা, এই রং করার কাজে উজ্জ্বল ও গাঢ় রঙের ব্যবহারটাই সৌন্দর্যের মূল রহস্য।
ঘরের আবহ বদলে দি...