নবীনদের পদচারণায় চবি ক্যাম্পাসে ফিরেছে প্রাণ
মো. শামীম হোসাইন, চবি প্রতিনিধি
‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’
বছরের মাঝ পথে ক্যাম্পাসে মৌনতা থাকলেও নবীনদের আগমনের সাথে সাথে মৌনতা ভেঙে যেন প্রাণ ফিরে এসেছে ক্যাম্পাস জুড়ে। নির্জীব–নীরব ক্যাম্পাস নিমিষেই যেন প্রাণ ফিরে পেয়েছে।
নতুন রঙে নবীনদের পদচারণায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রাণ ফিরতে শুরু করেছে। ২ হাজার ৩১২ একরে অবস্থিত শাটল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তার ব্যতিক্রম নয়। হাজারো প্রতিযোগীকে পাশ কাটিয়ে ভর্তিযুদ্ধে জয়ী নবীন শিক্ষার্থীদের জন্য এটি ছিল স্বপ্নের ক্যাম্পাস। গত ৩০ জুন চবির ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের ক্রান্তিকালে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। নতুন প্রশাসন শিক্ষার্থীবান্ধব করে সাজিয়ে নিচ্ছে ...