বিয়ে বাড়িতে সাহিত্য ছোঁয়া
রায়হান উদ্দিন
লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, কলামিস্ট, শিল্পীরা সবাই একসাথে হলেই সেখানে রুপ নেয় বাড়তি আনন্দ৷ আড্ডা জমে যাই সাহিত্যের ছোঁয়ায়৷ সম্প্রতি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ ভাইয়ের শুভ বিবাহোত্তর অনুষ্ঠানে লেখকদের উপস্থিতিতে প্রাণবন্ত আড্ডা জমেছে। সাহিত্য নিয়ে আড্ডা শুরু হলেই শেষ হতে আর চাইনা। সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ভাইয়ের কাজ থাকলেও যখন দেখলো সাহিত্য আড্ডার জমজমাট আয়োজন। উনার কি মন চাই চলে যেতে? উনিও আর গেলোনা আড্ডা শেষ হওয়া পর্যন্ত। সেখানে উপস্থিত ছিল- সাংবাদিক সহ, তরুণ লেখকরা৷ বর নিজেও স্টেজ থেকে উঠে এসে আড্ডাতে কিছু সময় দিলো৷ বর সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কলাম, গল্প, কবিতা, ফিচার নিয়ে লেখালেখি করেন।
আড্ডার শুরুটা হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলা...