বাংলাদেশের পর্যটক : চাঁপাইনবাবগঞ্জের আল্পনা গ্রাম
চাপাইনবাবগঞ্জের নাচলু উপজেলার ছোট্ট একটি গ্রাম টিকোইল। টিকোইল গ্রামের প্রতিটি দেয়াল একেকটি ক্যানভাস এবং এ গ্রামের মানুষজন শিল্পী। তাই সারাদেশে গ্রামটি আল্পনা গ্রাম নামে পরিচিত। মাটির ঘরের বাসিন্দারা গড়ে তুলেছেন নিজেদের শিল্পের রাজ্য।
টিকোয়েলের মাটির ঘরগুলি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং মাটির ঘরগুলি ফুল ও লোকজ মোটিফে তাদের নিজস্ব শৈল্পিকতার কারণ। তারা তাদের হাতে তৈরি রং দিয়ে এই ‘আল্পনা’ আঁকেন। রঙটি মাটি এবং কিছু প্রাকৃতিক রঞ্জক দিয়েও তৈরি।
গ্রামবাসীদের মতে, গৃহিণীরা চক, টারপেনটাইন তেল এবং গিরিমাটি নামের এক বিশেষ ধরনের মাটি দিয়ে মোটিফ আঁকতেন। কিন্তু এই সব উপকরণ দিয়ে আঁকা মোটিফ বেশিদিন টিকবে না। তাই শুকনো আঠার গুঁড়া, গিরিমাটি, পুরানো আমের খোসার গুঁড়া এবং কলার ডালপালা দিয়ে ৪-৫ দিন ভিজিয়ে রেখে সেই মোটিফ এবং প্যাটার্নগুলি আঁকা হয়।
গ্রামবাসীরা এই মোটিফ দিয়ে তাদের ঘর সাজ...